ইসরায়েলের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান হিসেবে মেজর জেনারেল রোমান গফম্যানকে নিয়োগ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর আনাদোলুর।
আগামী বছরের জুনে মোসাদের বর্তমান প্রধান ডেভিড বার্নিয়ার পাঁচ বছরের মেয়াদ শেষ হবে। এরপরই তার স্থলাভিষিক্ত হবেন গফম্যান। তিনি এখন নেতানিয়াহুর সামরিক সচিব।
বিশ্বের প্রভাবশালী গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে অন্যতম মোসাদ। বৈশ্বিক অবস্থানের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) পরেই অবস্থান।
কে এই রোমান গফম্যান
নতুন মোসাদ প্রধান গফম্যান দীর্ঘ সামরিক ক্যারিয়ারে ইসরায়েলি সেনাবাহিনীতে (আইডিএফ) অসংখ্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি আর্মর্ড কর্পসে যোদ্ধা ও কমান্ডার, ৭৫তম ব্যাটালিয়ন ও ৭ম ব্রিগেডের ব্যাটালিয়ন কমান্ডার, ‘গা’আশ’ ফরমেশনের (৩৬তম ডিভিশন) কর্মকর্তা, এবং ‘হাবাশেন’ ডিভিশন (২১০)–এর কমান্ডারসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
ইসরায়েলে গফম্যানকে কিছুটা বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে দেখা হয়। গোলান মালভূমিতে ২১০ ডিভিশনের কমান্ডার থাকা অবস্থায় তিনি একটি অপারেশনে এক কিশোরকে ব্যবহার করার অনুমোদন দিয়েছিলেন। পরে ওই কিশোরকে গোপন তথ্য প্রকাশের অভিযোগে আটক করা হয়। তবে তদন্তে প্রকাশ পায়, সে মোসাদের নির্দেশে কাজ করছিল, ফলে অভিযোগ খারিজ হয়ে যায়।
বিডি-প্রতিদিন/শআ