পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, আমি যতদিন সরকারে আছি, ধর্মীয় সম্পত্তিতে কাউকে হাত দিতে দেব না। হিন্দু, মুসলিম, শিখ বা জৈন—সব ধর্মের স্থান আমরা সুরক্ষিত রাখব। ধর্মকে রাজনৈতিক কাজে ব্যবহার করব না, আমি সব ধর্মকে ভালোবাসি।
বুধবার মালদহ জেলার গাজলে এক সভায় তিনি এ কথা বলেন।
মমতা বলেন, বাংলা ভাষার মানুষের উপর বিজেপি শাসিত রাজ্যে যে অত্যাচার হচ্ছে—বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া, পুশব্যাক করা—তারই বিরুদ্ধে তিনি সজাগ। স্বাধীনতার পরও ভারতীয় নাগরিকদের বাংলাদেশি বলার চেষ্টা করা হচ্ছে। অন্তঃসত্ত্বা সোনালীর সঙ্গে যা হয়েছে, তা আদালত ঠিকই মিটিয়েছে।
তিনি বলেন, বাংলা ভাষায় কথা বললে আজ সবাই বাংলাদেশি! ওড়িশা, রাজস্থান, মুম্বাই, মধ্যপ্রদেশে বাংলা ভাষায় কথা বললে অত্যাচার করবে কেনো? বাঙালিদের উপর, বাংলা ভাষার মানুষের উপর কেন এত হিংসা?'
বিজেপিকে হ্যাংলা, জুমলা ও দুর্নীতিগ্রস্ত পার্টি আখ্যা দিয়ে মমতা বলেন, বিজেপি যতই চেষ্টা করুক, বাংলা দখল করা সম্ভব নয়। ইংরেজরাও করতে পারেনি, আর তারা কী করবে?
তিনি মুসলিমদের অনুষ্ঠানে মাথায় কাপড় দেওয়ার নিয়ম নিয়ে প্রশ্ন তোলেন এবং সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের অনুষ্ঠানে একই আচরণের সমান দৃষ্টিভঙ্গি রাখার আহ্বান জানান।
বিডি-প্রতিদিন/সুজন