ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক করতে মস্কোতে পোৗঁছেছেন মার্কিন বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ।
স্থানীয় সময় মঙ্গলবার বিকাল পাঁচটার পর এই বৈঠক শুরু হবে বলে জানিয়েছে ক্রেমলিন।
ক্রেমলিন আরও জানায়, বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও যোগ দেবেন।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানান, “রুশ-আমেরিকান বৈঠক বিকাল ৫টার পর শুরু হবে। ক্রেমলিনে উইটকফকে স্বাগত জানাবেন রুশ প্রেসিডেন্ট পুতিন। উইটকফ ইউক্রেন বিষয়ক মার্কিন প্রধান আলোচক। জ্যারেড কুশনারও তার সঙ্গে থাকবেন। সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/একেএ