‘আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস’ উপলক্ষে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদে শামিল হলো কলকাতাবাসী ।
সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা (এআইপিএসও)-এর উদ্যোগে শনিবার বিকালে কলকাতার এসপ্ল্যানেড চত্বরে আয়োজিত এই প্রতিবাদ সভায় শিল্পী, সাহিত্যিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা সমবেত হন।
কবিতা, আবৃত্তি ও গানের মাধ্যমে ফিলিস্তিনের পাশে থাকার বার্তা দেওয়া হয়। ফিলিস্তিনের সমর্থনে বিভিন্ন বার্তা এসেছে কলকাতায় নিযুক্ত একাধিক দূতাবাস থেকেও।
‘কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া’ (সিপিআইএম)-এর সিনিয়র সদস্য শমীক লাহিড়ী বলেন, ফিলিস্তিনের মাটিতে ইসরায়েল যে গণহত্যা ও বর্বরতা করছে, তার বিরোধিতায় দেশে দেশে প্রতিবাদ হচ্ছে। আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবসে কলকাতাতেও শিল্পী, সাহিত্যিক, নাগরিক সমাজের প্রতিনিধিরা সমবেত হয়েছেন। অবিলম্বে ফিলিস্তিনকে পূর্ণ রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে এবং ইসরায়েলকে ফিলিস্তিনের উপর থেকে হাত সরাতে হবে। গোটা বিশ্বও একই দাবি জানাচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল