অবিলম্বে সিরিয়ায় ইসরাইলের হামলা বন্ধের জন্য জোরালো আহ্বান জানিয়েছে তুরস্ক। স্থানীয় সময় শুক্রবার (২৮ নভেম্বর) দামেস্কের বেইত জিন শহরে ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিক হতাহতের পর এই আহ্বান জানানো হয়।
আঙ্কারা বলেছে, এই ধরনের হামলা সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করছে এবং এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওনচু কেচেলি মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন।
পোস্টে তিনি লেখেন, আগামী ৮ ডিসেম্বর সিরিয়ার জনগণের মুক্তি দিবসের আগে দেশটির স্থিতিশীলতার জন্য আন্তর্জাতিক আহ্বান জোরদারের আহ্বান জানান। তিনি দামেস্কের বেইত জিন শহরে হামলা চালিয়ে ইসরায়েল আবারও তাদের ধ্বংসাত্মক এজেন্ডা প্রকাশ করেছে বলে অভিযোগ কেচেলি।
তিনি আরও জানান, সিরিয়া থেকে কোনো ধরনের হুমকি না থাকা সত্ত্বেও ইসরায়েল সামরিক অভিযান চালিয়ে দেশটির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করছে। এর মাধ্যমে তারা বেসামরিক নাগরিক এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে।
কেচেলি ইসরায়েলের এই হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে বলেন, সিরিয়ার সরকার ও জনগণকে নিরাপত্তা, সমৃদ্ধি এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠা থেকে বিরত রাখতেই এই হামলা চালানো হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব দায়িত্বশীল সদস্যের ভূমিকা রাখা উচিত।
এর আগে গত শুক্রবার দামেস্কের গ্রামীণ এলাকার বেইত জিন শহর এবং এর সংযোগকারী সড়কে হামলা চালায় ইসরায়েল। এতে নারী ও শিশুসহ অন্তত ১৩ জন নিহত এবং ২৪ জন আহত হন।
সূত্র: আনাদোলু এজেন্সি।
বিডি প্রতিদিন/কামাল