আগামী বছরের ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্যে ভ্রমণের ক্ষেত্রে আগাম অনুমোদন (ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন–ইটিএ) বাধ্যতামূলক করা হচ্ছে। ভিসামুক্ত ৮৫টি দেশের নাগরিকদের জন্যই মূলত এই বিধান প্রযোজ্য হবে। এর আওতায় পড়বেন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপানসহ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিকরাও। খবর ইউরোনিউজের।
ব্রিটিশ সরকার জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ধাপে ধাপে ইটিএ চালু থাকলেও এখন পর্যন্ত তা কঠোরভাবে কার্যকর করা হয়নি। তবে আগামী বছর থেকে নিয়মটি সম্পূর্ণভাবে প্রয়োগ করা হবে।
ইটিএ ভিসা নয়; এটি যুক্তরাজ্যে স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য একটি ডিজিটাল অনুমতি। যেসব দেশের নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশে ভিসা লাগে না, তাদেরই এটি নিতে হবে। ইটিএধারীরা সর্বোচ্চ ছয় মাস পরিবার পরিদর্শন, পর্যটন বা সাধারণ ভ্রমণ উদ্দেশ্যে যুক্তরাজ্যে থাকতে পারবেন। সরকারি তথ্যমতে, চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইটিএ ইস্যু হয়েছে ১ কোটি ৩৩ লাখের বেশি।
২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে ইটিএ ছাড়া কোনো ভ্রমণকারী বৃটেনগামী বিমান, ট্রেন বা জাহাজে উঠতে পারবেন না। বৃটিশ ও আইরিশ নাগরিক এবং দ্বৈত নাগরিকরা এর বাইরে থাকলেও, তাদের বৈধ বৃটিশ পাসপোর্ট বা সার্টিফিকেট অব এনটাইটেলমেন্ট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যাত্রাপথে হিথ্রো বা ম্যানচেস্টার বিমানবন্দরে ট্রানজিট নিয়ে পাসপোর্ট নিয়ন্ত্রণ এলাকায় প্রবেশ না করলে ইটিএ প্রয়োজন হবে না। অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লেতে থাকা ‘ইউকে ইটিএ’ অ্যাপের মাধ্যমে ইটিএর জন্য আবেদন করা যাবে। আবেদন ফি ১৬ পাউন্ড। স্মার্টফোন না থাকলে বৃটেন সরকারের ওয়েবসাইট থেকেও আবেদন করা যাবে। পাসপোর্ট ও যোগাযোগের তথ্যসহ একটি বৈধ ছবি জমা দিতে হবে। বেশিরভাগ ক্ষেত্রেই কয়েক মিনিটের
মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে অনুমতি মিললেও, জটিল ক্ষেত্রে তিন কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে। বৃটেন সরকার বলছে, ইটিএ দেশের অভিবাসনব্যবস্থাকে আধুনিক, ডিজিটাল ও আরও নিরাপদ করতে সহায়ক হবে। পাশাপাশি আগেভাগে ভ্রমণকারীদের তথ্য যাচাইয়ের সুযোগ তৈরি করে নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবে।
বৃটেনের মাইগ্রেশন ও সিটিজেনশিপমন্ত্রী মাইক ট্যাপ বলেন, ইটিএ আমাদের নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে এমন ব্যক্তিদের আগেই শনাক্ত করতে সাহায্য করবে। একই সঙ্গে অভিবাসনব্যবস্থার পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যাবে। ডিজিটাল প্রক্রিয়ার ফলে বৃটেনে আসা লাখো ভ্রমণকারীর জন্য যাত্রা হবে আরও মসৃণ ও সহজ।
বিডি-প্রতিদিন/সুজন