ভারতের মহাকাশ ক্ষেত্র এবং বৃহত্তর স্টার্টআপ বিপ্লবে দেশের তরুণ প্রজন্ম, বিশেষ করে জেন-জি’র গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ভারতের নতুন সুযোগের দ্বার উন্মোচন করে, দেশের যুবসমাজ, বিশেষ করে জেন-জি, উৎসাহের সঙ্গে এগিয়ে আসে এবং জাতীয় স্বার্থকে সবার উপরে স্থান দেয়।
আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে হায়দরাবাদে স্কাইরুট অ্যারোস্পেসের ইনফিনিটি ক্যাম্পাসের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন।
মোদি বলেন, তিনশ’রও বেশি মহাকাশ স্টার্টআপ বর্তমানে ভারতের মহাকাশ যাত্রায় নতুন গতি আনছে। তিনি উল্লেখ করেন, এই উদ্যোগগুলোর মধ্যে অনেকগুলিই শুরু হয়েছিল হাতে গোনা কয়েকজন তরুণ-তরুণীকে নিয়ে, সীমিত সংস্থানসহ ছোট ভাড়ার ঘর থেকে কিন্তু তাদের সংকল্প ছিল নতুন উচ্চতায় পৌঁছানোর।
মোদি বলেন, এই স্পিরিটই ভারতে বেসরকারি মহাকাশ বিপ্লবের মূল কারণ। তিনি আরও যোগ করেন যে তরুণ প্রকৌশলী, ডিজাইনার, কোডার এবং বিজ্ঞানীরা এখন প্রপালশন, কম্পোজিট ম্যাটেরিয়ালস, রকেট স্টেজ এবং স্যাটেলাইট প্ল্যাটফর্মের মতো ক্ষেত্রে উন্নত প্রযুক্তি তৈরি করছেন, যা একসময় ভারতীয় স্টার্টআপগুলির জন্য ছিল অকল্পনীয়।
গত এক দশকে, তরুণ উদ্ভাবকরা বিশেষ করে জেন-জি, ফিনটেক, এগ্রিটেক, হেলথটেক, ক্লাইমেটটেক, এডুটক এবং ডিফেন্সটেকের মতো নানা ক্ষেত্রে নতুন সমাধান তৈরি করে চলেছেন।
মোদি জেন-জি’র সৃজনশীলতা, ইতিবাচক মনোভাব এবং সক্ষমতার ভূয়সী প্রশংসা করে বলেন, তারা বিশ্বজুড়ে যুবকদের অনুপ্রাণিত করতে পারে।
বিডি প্রতিদিন/নাজমুল