সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নাকি আবারও বেঁকে বসেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রুদ্ধদ্বার বৈঠকে আব্রাহাম চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়টি তিনি প্রত্যাখ্যান করেছেন।
এক্সিওসের প্রতিবেদন অনুযায়ী, যুবরাজ স্পষ্ট করে দিয়েছেন ইসরায়েলের সাথে যেকোনো ধরনের স্বাভাবিকীকরণ অবশ্যই স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের ঘোষণার সাথে সম্পর্কিত। বৈঠকের পরেও তিনি প্রকাশ্যে তার এই অবস্থান পুনর্ব্যক্ত করেন।
মার্কিন কর্মকর্তারা এক্সিওসকে জানিয়েছেন, ১৮ নভেম্বরের এই বৈঠক চলাকালীন গাজা যুদ্ধের অবসানের পরে সৌদি-ইসরায়েল স্বাভাবিকীকরণের দিকে অগ্রগতি আশা করেছিলেন ট্রাম্প। হোয়াইট হাউসের সহায়করা যুবরাজকে আগেই জানিয়েছিলেন যে ট্রাম্প এই বিষয়ে অগ্রগতি চান।
কিন্তু যখন ট্রাম্প যুবরাজকে আব্রাহাম চুক্তিতে যোগদানের জন্য চাপ দেন। তখন আলোচনা উত্তপ্ত হয়ে ওঠে। সূত্রটি জানায়, যুবরাজ শক্তিশালী মানুষ। দরজা খোলা আছে। কিন্তু দ্বি-রাষ্ট্র সমাধানই আসল সমস্যা।
যুবরাজ ট্রাম্পকে বলেন, যদি ইসরায়েল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিশ্বাসযোগ্য ও নির্ধারিত পথ মেনে নেয়, তবেই সৌদি আরব স্বাভাবিকীকরণের দিকে অগ্রসর হবে।
একজন মার্কিন কর্মকর্তা এক্সিওসকে বলেছেন, ট্রাম্প তার বৃহত্তর আঞ্চলিক দৃষ্টিভঙ্গির অংশ হিসেবে সমস্ত মধ্যপ্রাচ্যের দেশ আব্রাহাম চুক্তিতে যোগ দেবে বলে দৃঢ়ভাবে আশা করলেও রিয়াদের অবস্থান এখনও একই আছে।
বিডি প্রতিদিন/নাজমুল