ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত আটজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে কয়েক ডজন মানুষ। বুধবার দেশটির এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। খবর—দ্য স্ট্রেইটস টাইমস।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানায়, কয়েকদিন ধরে উত্তর সুমাত্রায় বিপর্যস্ত আবহাওয়া বিরাজ করছে। সোমবার থেকে তাপানুলি সেলাতান জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়ে।
বিএনপিবির মুখপাত্র আব্দুল মুহারি এক বিবৃতিতে জানান, তাপানুলি সেলাতানে বন্যা ও ভূমিধসে অন্তত আটজন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন। এছাড়া প্রায় ২ হাজার ৮৫১ জন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় দুর্যোগ কর্মকর্তাদের বরাতে জানা যায়, ধ্বংসাবশেষ সরাতে ভারী যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে, কারণ ভূমিধসে জেলার সড়ক যোগাযোগ আংশিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। প্রদেশের অন্তত তিনটি জেলা এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইন্দোনেশিয়ায় জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলা বর্ষা মৌসুমে সাধারণত প্রবল বৃষ্টিপাত হয়, যা ভূমিধস, আকস্মিক বন্যা এবং পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ায়।
চলতি মাসেই মধ্য জাভায় আরেকটি ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ৩৮ জনের মৃত্যু হয়েছে এবং ১৩ জন এখনো নিখোঁজ রয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ