কুমিল্লা রেলস্টেশন। নতুন ঝকঝকে। স্টেশনলাগোয়া রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়। নতুন রেলস্টেশনের সঙ্গের জরাজীর্ণ স্কুলটি ছিল বড় বেমানান। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের গাছের চারা রোপণ করতে গিয়ে স্কুলটিতে তার নজর পড়ে। শুরু করেন কাজ। তিন মাস আগেও স্কুলটি ছিল মাদকসেবীদের আড্ডা। ছিল না ব্যবহারের মতো শৌচাগার। শৌচাগারের ময়লা আর মাঠের ডোবার পানি মিলেমিশে একাকার হয়ে যেত। স্কুলের কক্ষে পানি জমত। নোংরা পরিবেশের স্কুলে শিক্ষার্থীরা আসতে চাইত না। অনেকে ঝরে যেতে থাকেন। সেটি এখন হয়ে গেছে ফুলের বাগান। সরেজমিন গিয়ে দেখা যায়, ফুলের বাগানের মাঝে মাঝে দুই চারটি পাখিও ফুলের সঙ্গে খুনসুটিতে মেতে ওঠে। মাঠের লেকে এখন ফুটে লাল শাপলা। শিক্ষার্থী ও অভিভাবকদের বসার জন্য বেঞ্চ রয়েছে। কিছুদিনের মধ্যে এখানে দোলনা ও স্লিপার বসানো হবে। এটিকে এখন পরিবেশ সুন্দরের দিক থেকে কুমিল্লা জেলার সেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় বলা যেতে পারে। এসব আয়োজনের উদ্যোগ সরকার, কোনো রাজনৈতিক নেতা বা সংগঠনের নয়। উদ্যোগটি নিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা আবদুল হালিম মজুমদার। নিজের সম্পত্তি বিক্রি ও ব্যবসার লাভের উল্লেখযোগ্য অংশ দিয়ে ৩১ বছর ধরে তিনি এ ধরনের কাজ করে যাচ্ছেন। একইভাবে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট ও সৌন্দর্য বৃদ্ধি, বিজয়পুর মহিলা কলেজের জন্য জমি ক্রয়, মাঠ ভরাট, শৌচাগার স্থাপন, বাগানবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও শৌচাগার নির্মাণ করেছেন তিনি। এ ছাড়াও অনুদান দিয়েছেন চাঁদপুর জনতা হাইস্কুল অ্যান্ড কলেজ, গভ. ল্যাবরেটরি হাইস্কুল, হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লালমাই মুক্ত বাংলা কারিগরি উচ্চবিদ্যালয়, লালমাই উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। স্থানীয় সূত্র জানায়, আবদুল হালিমের দাদা মুহাম্মদ চারু মজুমদার ছিলেন বিপুল ভূমির মালিক। তিনি এলাকায় মসজিদ, ঈদগাহ ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জমি দান করেন। তার বাবা আলী আশ্রাফ মজুমদারও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জমি ও শিক্ষকদের বেতন দিতেন। তিন ভাই ও ছয় বোনের মধ্যে ষষ্ঠ হালিম মজুমদার। তিনি দাদা ও বাবার পথ অনুসরণ করেছেন। আগুনে পুড়ে যাওয়া পরিবারের জন্য নতুন ঘর নির্মাণ, দরিদ্র মেধাবীদের সহায়তা করা, আয়ের জন্য সেলাই মেশিন কিনে দেন তিনি। এখন পর্যন্ত ২০০টিরও বেশি মসজিদ নির্মাণ ও ১০০টির বেশি মাদ্রাসার উন্নয়নে অনুদান দিয়েছেন। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সাহেবগঞ্জে তিনি মসজিদ নির্মাণ করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠানে নিজের সহায়তার সঙ্গে সরকারি সহায়তা নিতে তিনি ছোটেন বিভিন্ন দপ্তরে। স্থানীয়রা তাকে চেনেন ‘শিক্ষাবন্ধু’ হিসেবে। আবদুল হালিম বলেন, ‘যেখানে প্রশাসন কোনো রাজনৈতিক নেতা বা সংগঠন নজর দেয় না সেখানে কিছু করার চেষ্টা করছি। নিজের সামর্থ্যরে বাইরে হলে দরখাস্ত নিয়ে বিভিন্ন দপ্তরে যাই। শিক্ষাঙ্গনের ভালো পরিবেশ দেখলে মন জুড়িয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘দাদা ও বাবাকে মানুষের জন্য কাজ করতে দেখেছি। আমিও মানুষের পাশে থাকার চেষ্টা করছি। পরিবারের সদস্যদের থেকেও ভালো সহযোগিতা পাচ্ছি। বাকি জীবন সেবার আনন্দ নিয়ে বেঁচে থাকতে চাই।’ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান হোসেন রাফি ও সামিয়া আক্তার বলে, ‘আগে স্কুলের কক্ষে নোংরা পানি ছিল। মাঠে হাঁটা যেত না। এখন স্কুলটা শিশুপার্কের মতো সুন্দর হয়ে গেছে।’ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাছলিমা আক্তার বলেন, ‘ভবন নিচু হওয়ায় বছরের আট মাস পানি আটকে থাকত। সংস্কার হওয়ায় সে সমস্যা কেটে গেছে। এখন আমাদের স্কুলে সবার থেকে সুন্দর। এ জন্য আবদুল হালিম সাহেবকে ধন্যবাদ জানাই।’ স্থানীয় শিক্ষানুরাগী তারিকুল ইসলাম মজুমদার বলেন, ‘আবদুল হালিম স্কুল, মসজিদ, মাদ্রাসা পকেটের টাকা খরচ করে সংস্কার করছেন। এভাবে তিনি বিভিন্ন উন্নয়ন কাজ করছেন। তার মতো অন্যরা এগিয়ে এলে আমাদের সমাজ বদলে যাবে।’ বিজয়পুর মহিলা কলেজের অধ্যক্ষ হেফজুর রহমান বলেন, ‘তিনি সারাক্ষণই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকেন। প্রতিদিন সকালে তিনি কয়েকটা প্রতিষ্ঠানে ঘুরে আসেন। তার ধারাবাহিকতায় তিনি আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন উন্নয়ন কাজ করেন। তিনি নিজের অর্থায়নে এসব কাজ করেছেন। তার মতো সমাজসেবক সমাজে বিরল। তিনি আলোকিত সমাজ গঠনে কাজ করে যাচ্ছেন। এ ছাড়া তিনি অনেক বাল্যবিয়ে বন্ধ করেন।’ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার পাল বলেন, ‘আবদুল হালিম সাহেবদের মতো উদারমনা মানুষ আমাদের সমাজে খুব দরকার। তাকে ধন্যবাদ জানাই। তিনি আমাদের প্রাথমিক বিদ্যালয়সহ আরও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছেন।’
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা
একজন স্বপ্নচারী শিক্ষাবন্ধু
৩১ বছর ধরে শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত, মসজিদ নির্মাণ ও বিভিন্ন সমাজসেবা করছেন
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর