খনিজ পদার্থ মানবদেহে অত্যাবশ্যকীয়। নানা কারণে দৈনিক চাহিদা অপূর্ণই থেকে যায়। এতে বাড়ছে রোগব্যাধি। ধুঁকছে মানুষ। তবে খাদ্যশস্যে প্লাজমা ট্রিটমেন্টের মাধ্যমে খনিজ পদার্থ যুক্ত করার এক অভিনব পদ্ধতি আবিষ্কার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এতে শস্যকে এক ধরনের প্লাজমা (আয়নিত গ্যাস) ও মাইক্রোনিউট্রিয়েন্টের (ক্ষুদ্র পুষ্টি উপাদান) সংস্পর্শে এনে খনিজের পরিমাণ বৃদ্ধি করা হয়। যা কৃষিক্ষেত্রে এক নতুন সফলতার মাত্রা যুক্ত করেছে। সম্প্রতি আন্তর্জাতিক গবেষণা জার্নাল অব প্লান্ট গ্রোথ রেগুলেশন (স্প্রিংগার), হেলিওন (এলসেভার) ও প্লাজমা মেডিসিনে এ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এ নিয়ে গবেষণা করেছেন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেসের পিএইচডি গবেষক মো. মামুনুর রশিদ এ গবেষণা করেন। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মামুনুর রশিদ তালুকদার। গবেষকদের দাবি, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এ প্রযুক্তি পুষ্টি ঘাটতি ও ‘লুকানো ক্ষুধা’ নিরসনের বৈপ্লবিক সমাধান হতে পারে।’ এ ব্যাপারে গবেষক মো. মামুনুর রশিদ বলেন, কৃষি ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্লাজমা সোর্স বিশেষ করে গ্লাইডিং আর্ক ডিসচার্জ প্লাজমা, ডাইইলেকট্রিক ব্যারিয়ার ডিসচার্জ প্লাজমা ও গ্লো ডিসচার্জ প্লাজমা ইত্যাদি তৈরি করা হয়। শস্যের বীজ ট্রিটমেন্ট ও প্লাজমা সক্রিয় পানি প্রয়োগে এ সোর্সগুলো ব্যবহার করা হয়। এতে বীজের অঙ্কুরোদ্গম ও ফসলের উৎপাদন হার বৃদ্ধি পায়। এ ছাড়াও কম সময়ে ফসল সংগ্রহ ও রোগবালাই দমনে এ পদ্ধতি কার্যকরী। গবেষণায় দেখা গেছে, প্লাজমা ট্রিটমেন্টে ধানে ৫৯ শতাংশ, আলুতে ২০৪ ও বেগুনে স্বাভাবিকের তুলনায় ৮৮ শতাংশ জিংকের পরিমাণ বৃদ্ধি করা সম্ভব। এমনকি এতে ধান উৎপাদন প্রক্রিয়া ১৫-২০ দিন আগেই শেষ হয়। গম, ভুট্টা ও সবজিতেও এ প্রক্রিয়াকরণ করা যেতে পারে। বৈশ্বিক ক্ষুধা সূচক ২০২৪-এর তথ্যানুসারে, দেশে জনসংখ্যার ১১ দশমিক ৯ শতাংশ অপুষ্টিতে ভুগছেন। এতে পাঁচ বছরের কম বয়সি শিশুদের ১১ শতাংশ মৃত্যুঝুঁকি এবং ২৩ দশমিক ৬ শতাংশের শারীরিক ও মানসিক বৃদ্ধি বয়সের তুলনায় যথেষ্ট কম। গবেষণা তত্ত্বাবধায়ক অধ্যাপক মামুনুর রশিদ তালুকদার বলেন, ২০১৫ সালে প্রথম কৃষিক্ষেত্রে প্লাজমা টেকনোলজির সফলতা আসে। এ পদ্ধতিতে খাদ্যে মাইক্রোনিউট্রিয়েন্ট ফোর্টিফিকেশনে প্লাজমার প্রয়োগ ও ফসলের উৎপাদন বাড়ানো সম্ভব হয়েছে। খাদ্যে নিউট্রিয়েন্টের পরিমাণও বেড়েছে। এতে খাদ্যের চাহিদা ও পুষ্টিগুণ উভয়ই বাড়ানো সম্ভব।
শিরোনাম
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু
- চীন-ভারতসহ কয়েকটি দেশের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্কারোপ মেক্সিকোর
- বরিশালে গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের মতবিনিময় সভা