ওপার বাংলার অনেক তারকাই রাজনীতিতে যোগ দিয়েছেন। এমএলএ হয়ে সংসদেও গিয়েছেন। গুঞ্জন উঠেছিল, এ পথে পা মাড়াবেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকারও। তবে সব রটনা নাকচ করে দিয়ে অভিনেত্রী জানালেন, রাজনীতিতে জড়ানোর কোনো ইচ্ছে নেই তার। এর সঙ্গে সামনে আনলেন ‘না’-এর কারণ।
সোহিনী বলেন, আমার কাছে যদি প্রস্তাব আসে, আমি তবু কোনোভাবেই, কোনো অর্থেই, কোনো রাজনৈতিক দলে যোগদান করতে চাই না। তৃণমূল হোক বা কংগ্রেস, বিজেপি হোক অথবা সিপিএম—আমি কোনো রাজনৈতিক দলের অংশ হতে চাই না।
কেন চান না, সে প্রশ্নের জবাব মিলল তার কথায়। তিনি বলেন, আমি যদি কখনো রাজনৈতিক দলের অংশ হয়ে যাই, তাহলে আমার আর কিছু বলার থাকবে না। আমাকে তখন পুরোপুরি চুপচাপ হয়ে যেতে হবে।
দেব, নুসরাত, মিমি থেকে মিঠুন চক্রবর্তী—টলিউডের অনেক অভিনয়শিল্পীই রাজনীতিতে পা ফেলেছেন। এ ক্ষেত্রে উল্টোযাত্রা বেছে নিলেন সোহিনী।
বিডি প্রতিদিন/কেএইচটি