ঢাকায় বসবাসরত চট্টগ্রামের গুণী মানুষদের নিয়ে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে প্রচার হচ্ছে সাক্ষাৎকারভিত্তিক জীবনীমূলক অনুষ্ঠান ‘ঢাকায় থাকি’। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনা করছেন কথাসাহিত্যিক ইকবাল খন্দকার। আর সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো. ঈমাম হোসাইন।
এই অনুষ্ঠানে এবারের পর্ব তথা অষ্টম পর্বের অতিথি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা নাসির উদ্দিন খান। তিনি স্মৃতিচারণ করেছেন নিজের শৈশব, কৈশোর এবং দুরন্ত তারুণ্যের। আর অকপটে বলেছেন চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী ঢাকায় এসে এখানকার সংস্কৃতি অঙ্গনে অবস্থান তৈরির শুরুর দিকের সংগ্রামমুখর গল্প।
নেছার উদ্দিনের প্রযোজনায় ‘ঢাকায় থাকি’ অনুষ্ঠানের এই পর্বটি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে প্রচার হবে আজ (সোমবার) রাত ৯টা ২৫মিনিটে।
এই অনুষ্ঠান সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, ‘অনুষ্ঠানটি মূলত নিজেদের সম্পর্কে জানানোর অনুষ্ঠান। আর অতিথিরা অকপটেই জানাচ্ছেন নিজেদের কথা। যা উপভোগ করছেন দর্শকরা।’
নাসির উদ্দিন খান বলেন, ‘শৈশব-কৈশোর কিংবা প্রাথমিকজীবনের সংগ্রামের কথা সচরাচর বলা হয় না। কিন্তু এই অনুষ্ঠানে বলেছি, বলতে হয়েছে। কারণ, অনুষ্ঠানের ধরনটাই এমন। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
বিডি প্রতিদিন/এমআই