ডিসি স্টুডিওস নির্মিত বহুল প্রতীক্ষিত ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে হলিউডে।
আন্তর্জাতিক কয়েকটি বিনোদনমাধ্যম জানিয়েছে, অভিনেত্রী স্কারলেট জোহানসন এই ছবিতে যোগ দেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনায় রয়েছেন। যদিও আনুষ্ঠানিক কোনও ঘোষণা এখনও হয়নি, তবুও এটি সত্যি হলে ডিসির ইতিহাসে অন্যতম বড় কাস্টিং চমক হতে চলেছে।
অন্যদিকে, একই সঙ্গে প্রায় নিশ্চিত হওয়া গেছে- ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত রবার্ট প্যাটিনসনের ‘দ্য ব্যাটম্যান’ সিনেমায় সেলিনা কাইল বা ক্যাটউম্যান চরিত্রে অভিনয় করা জোই ক্রাভিট্জ দ্বিতীয় পর্বে ফিরছেন না। ফলে ছবির গল্প ও চরিত্র বিন্যাসে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।
পরিচালক ম্যাট রিভসের এই সিক্যুয়েলের শুটিং শুরু হওয়ার কথা আগামী বছরে। ছবিটি মুক্তির লক্ষ্য রাখা হয়েছে ২০২৭ সালের অক্টোবরে। চলতি বছরের শুরুতেই চিত্রনাট্যের কাজ শেষ করেছেন ম্যাট রিভস এবং তার দীর্ঘদিনের সহযোগী ম্যাটসন টমলিন। তবে গল্পের বিস্তারিত এখনও সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। এমনকি চিত্রনাট্যও রাখা হয়েছে কোড-সুরক্ষিত বিশেষ পাউচে।
সম্প্রতি এক অনুষ্ঠানে রিভস জানান, নিউ ইয়র্কে থাকার কারণে রবার্ট প্যাটিনসনের কাছেও চিত্রনাট্য এখনও পাঠানো হয়নি। তার ভাষায়- চিত্রনাট্য নিয়ে আমি অত্যন্ত গর্বিত। এটি লিখতে দীর্ঘ সময় লেগেছে।
যদি স্কারলেট জোহানসনের চুক্তি চূড়ান্ত হয় তবে মার্ভেলের ‘ব্ল্যাক উইডো’ চরিত্র থেকে ডিসির গথামে তার প্রবেশ শিল্পরাজনীতিতেও বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ