বলিউড তারকাদের নিয়ে অভিজাতদের বিয়ের আয়োজন নতুন নয়। বরং বাড়তি আকর্ষণ ধরে রাখতেই আমন্ত্রণ মেলে বড় বড় অভিনেতা-অভিনেত্রীর। অবশ্য এর বিপরীতে পকেট ভারী হয় সেসব তারকার। এবার এমনই এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে বেশ ‘বেকায়দায়’ পড়লেন বলিউড বাদশা শাহরুখ খান।
সম্প্রতি একটি বিয়েবাড়ির ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে কনের আবদারে বিড়ম্বনায় পড়তে দেখা যায় কিং খানকে। যদিও শাহরুখ বরাবরের মতো পরিস্থিতি সামলে নেন বেশ বুদ্ধিমত্তায়।
ভিডিওতে দেখা যায়, মঞ্চে কনের পাশে দাঁড়িয়ে শাহরুখ। তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনের সংলাপ বলার অনুরোধ করেন কনে। যে বিজ্ঞাপনে শাহরুখের পাশাপাশি দেখা যায় অজয় দেবগন, টাইগার শ্রফদের মতো তারকাদেরও। শুধু তাই নয়, এই বিজ্ঞাপনের মুখ হওয়ার জন্য নানা কটাক্ষের সম্মুখীনও হতে হয়েছিল বলিউড বাদশাকে।
তামাকজাত দ্রব্যের ব্র্যান্ডের মালিকের মেয়ের বিয়েতে গিয়েছিলেন শাহরুখ। ফলে তাদের ব্র্যান্ডের নাম নিতে বলায় খানিক বিড়ম্বনায় পড়েন অভিনেতা। এদিকে কনের অনুরোধ ফেলতেও পারছেন না তিনি। অগত্যা মজার ছলে অভিনেতা বললেন, একবার ব্যবসায়ীদের সঙ্গে কিছু কাজ করলে তারা আর পিছু ছাড়তেই চান না।
তবে কনে তার আবদারে অনড়। অনুরোধ করেন একবার অন্তত বিজ্ঞাপন মুখে নিতেই হবে। তাই এবার শাহরুখ বললেন, যতবার সংলাপ বলি পয়সা নিই। যাও বাবাকে গিয়ে সেটা বলো।
এ সময় শাহরুখের সঙ্গে একটি গানে নাচতেও দেখা গেছে কনেকে। এই ঘটনায় যেমন কেউ কেউ প্রশংসা করেছেন শাহরুখের। আবার কারও পরামর্শ এসব অনুষ্ঠান এড়ানোর।
বিডি প্রতিদিন/কেএইচটি