আমির খান প্রোডাকশনস তাদের নতুন ছবি ‘হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস’-এর ঘোষণাতেই সিনেমা জগতে চমক এনেছে। এই ছবি দিয়েই অভিনেতা তথা কমেডিয়ান বীর দাসের পরিচালনায় হাতেখড়ি। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বীর দাস এবং মোনা সিং।
তবে ইন্টারনেটে সবচেয়ে বেশি নজর কেড়েছে ইমরান খানের বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন। প্রায় দশ বছর পর এই ছবির ঘোষণা ভিডিওতে বিশেষ ঝলক দেখিয়েছেন অভিনেতা। ২০১৫ সালে কঙ্গনা রানাওয়াতের বিপরীতে কাট্টি বাট্টি ছিল তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি। এরপর ২০১৮ সালে তিনি স্বল্পদৈর্ঘ্যের ছবি মিশন মার্স: কিপ ওয়াকিং ইন্ডিয়া’র মাধ্যমে পরিচালনায় হাতেখড়ি করেন।
‘হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস’ ছবির ঘোষণা ভিডিওটি বেশ কৌতুকপূর্ণ। ভিডিওতে দেখা যায়, আমির খান এবং বীর দাস একটি বেশ গম্ভীর আলোচনায় মগ্ন। লাল সিং চড্ডা অভিনেতা বীর দাসকে হ্যাপি প্যাটেল ছবিটি তৈরির জন্য মৃদু ভর্ৎসনা করছেন। আমির খান দাবি করেন যে তারা আলোচনা করেছিলেন, হ্যাপি প্যাটেল খতরনাক জাসুসে অ্যাকশন, রোম্যান্স এবং একটি ডান্স নম্বর থাকবে; কিন্তু সেগুলোর সবই যেন ছবিতে অনুপস্থিত। তাই তিনি ছবিটি ফ্লপ হবে বলে মন্তব্য করেন। অন্যদিকে, বীর দাস তার কাজকে ন্যায্য প্রমাণ করার চেষ্টা চালিয়ে যান। ঠিক তখনই প্রেক্ষাগৃহ থেকে দর্শকরা বেরিয়ে আসে এবং ছবিটির প্রশংসা করতে থাকে, সেই সঙ্গে আমির খান যে বিষয়গুলো নিয়ে সন্দিহান ছিলেন, অ্যাকশন, রোম্যান্স এবং আইটেম গান সবকিছুরই প্রশংসা করে দর্শকরা।
ভিডিওটির শেষ কয়েক মিনিটে বীর দাস, মোনা সিং এবং ইমরান খানকে তাদের চরিত্রে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়, যা হল ২০২৬ সালের ১৬ জানুয়ারি।
ইমরান খানের প্রত্যাবর্তন নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল। আই হেট লাভ স্টোরিজ, ব্রেক কে বাদ এবং জানে তু... ইয়া জানে না’র মতো রোম্যান্টিক কমেডি ছবির মাধ্যমে তরুণ দর্শকদের মধ্যে ইমরান খান এককালে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। কিন্তু ২০১৫ সালে কাট্টি বাট্টি’র ব্যর্থতার পর তিনি দীর্ঘ বিরতি নেন।
তবে, জানা গেছে যে 'হ্যাপি প্যাটেল খতরনাক জাসুস'-এ বিশেষ উপস্থিতি ছাড়াও তিনি সম্পূর্ণভাবে সিনেমায় ফিরছেন।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/নাজমুল