বলিউডের বাদশা শাহরুখ খান অভিনয়ে যেমন দক্ষতা দেখিয়েছেন, ছাত্রজীবনেও ছিলেন ঠিক ততটাই মেধাবী—সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তার কলেজের মার্কশিট দেখে তেমনটাই ধারণা করছেন ভক্তরা।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যম ইকোনমিক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, প্রকাশিত ওই মার্কশিটটি ১৯৮৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত দিল্লির হংসরাজ কলেজে অর্থনীতি বিষয়ে স্নাতক অধ্যয়নকালের।
প্রকাশিত নম্বরপত্র অনুযায়ী, শাহরুখ খান বেশ কয়েকটি বিষয়ে পেয়েছেন ৯২ নম্বর—যা ভক্তদের কাছে যথেষ্ট চমকপ্রদ। গণিতে ও পদার্থবিদ্যায় তার প্রাপ্ত নম্বর ৭৮। তবে ইংরেজিতে পেয়েছেন তুলনামূলকভাবে কম—৫১।
ভাইরাল হওয়া মার্কশিটে উল্লেখ রয়েছে শাহরুখ খানের জন্মতারিখ ২ নভেম্বর ১৯৬৫, যা আসল তথ্যের সঙ্গে পুরোপুরি মিলে যায়। বাবার নামসহ অভিনেতার ছবিও যুক্ত থাকায় ভক্তদের অনেকেই মনে করছেন এটি সত্যিকারেরই শাহরুখের কলেজ রেকর্ড।
১৯৯২ সালে ‘দিওয়ানা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় শাহরুখ খানের। প্রথম সিনেমাতেই তিনি বাজিমাত করেন বক্স অফিসে। তবে রুপালি পর্দায় নামার আগে ছোট পর্দার বিভিন্ন সিরিয়ালে অভিনয় করে তিনি অর্জন করেছিলেন ব্যাপক জনপ্রিয়তা।
বিডি-প্রতিদিন/মাইনুল