ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ার ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর-এর সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এক রেডিট পোস্টে দাবি করা হয়েছে, তাদের সম্পর্ক ‘প্রাইভেট এবং এক্সক্লুসিভ’ এবং প্রাইমারী স্টেজে রয়েছে।
ওই পোস্টে দাবি করা হয়েছে ম্রুনাল-শ্রেয়াসের সম্পর্কটি ‘প্রাইভেট এবং এক্সক্লুসিভ’। কয়েক মাস ধরে উপভোগ করছেন তারা। পোস্টের তথ্যমতে সম্পর্কটি প্রাইমারী স্টেজে রয়েছে। ফলে দুজনেরই উন্মাদনা মাত্রাতিরিক্ত।
আরও বলা হয়েছে, নিজেদের নিয়ে বেশ সতর্ক ম্রুনাল-শ্রেয়াস। ঢেকে রাখতে একসঙ্গে কোনো পাবলিক ইভেন্ট বা জনসম্মুখে যাচ্ছেন না তারা। হৃদয়ের দাবি মেটাতে দেখা করছেন চুপিচুপি, আড়ালে-আবডালে।
বিষয়টি ভারতের ওয়ান ক্রিকেট, ওডিশা টিভি এলেও সত্যতা যাচাই করতে পারেনি তারা। অন্যদিকে মুখে তালা দিয়ে আছেন ম্রুনাল-শ্রেয়াসও। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কেউ কোনো মন্তব্য করেননি।
বিডি-প্রতিদিন/সুজন