সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের ঘরে এসেছে নতুন অতিথি। বাবা হয়েছেন জনপ্রিয় এই গায়ক। সোমবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইমরানের স্ত্রী মেহের আয়াত জেরিন ফুটফুটে একটি কন্যাসন্তানের জন্ম দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইমরানের ঘনিষ্ঠজন ও সংগীতশিল্পী মোহাম্মদ মিলন।
মিলন বলেন, “মাত্রই আমাদের ভাতিজি পৃথিবীর আলোতে এসেছে। মা–মেয়ে আল্লাহর রহমতে সুস্থ আছেন। ইমরান ভাই সবার কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন।”
২০২৩ সালের ২৪ মে পারিবারিক আয়োজনেই মেহের আয়াত জেরিনকে বিয়ে করেন ইমরান। একই বছরের বিয়ের পর থেকে দাম্পত্য জীবন বেশ শান্তিপূর্ণভাবেই কাটছে এই দম্পতির।
২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতা দিয়ে সংগীতজগতে পথচলা শুরু করেন ইমরান। এরপর একক গায়ক ও সংগীত পরিচালক হিসেবে দ্রুতই জনপ্রিয়তা অর্জন করেন। গত এক যুগে তিনি দেশের অন্যতম সফল সংগীতশিল্পীতে পরিণত হয়েছেন। তার কণ্ঠে প্রকাশিত বহু গান শ্রোতাদের হৃদয় ছুঁয়েছে। সংগীতে অবদানের জন্য তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছেন ইমরান–জেরিন দম্পতি। পরিবার ও ভক্তদের কাছ থেকেও শুভেচ্ছা পাচ্ছেন এ দম্পতি।
বিডি-প্রতিদিন/তানিয়া