শবনম বুবলীর সঙ্গে একাধিক সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ। কিন্তু এবার ঘোষণার আগেই আলোচনায় নতুন এক জুটি। আদর আজাদ ও অপু বিশ্বাস। বাজারে জোর গুঞ্জন দুজনে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন একাধিক ছবিতে। এর মধ্যে অন্তত দুটি সিনেমায় দুজনের অভিনয় এক প্রকার নিশ্চিত। যদিও এ ব্যাপারে মুখ খুলতে রাজি হননি আদর আজাদ কিংবা অপু বিশ্বাস কেউই। আদর আজাদ সম্প্রতি শেষ করেছেন ‘পিনিক’ ও ‘ট্রাইব্যুনাল’ ছবির কাজ। অন্যদিকে অপু বিশ্বাস নতুন সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করেছেন। ওজন কমিয়ে হাজির হয়েছেন একেবারে নতুন রূপে। দুজনে এক হওয়ার গুঞ্জন ওঠে ফেসবুকে পোস্ট করা কোরিওগ্রাফার মাহফুজ কাদরীর একটি ছবি থেকে। সেখানে আদর আজাদ অপু বিশ্বাস ছাড়াও ছিলেন পরিচালক বন্ধন বিশ্বাস। সর্বশেষ অপু বিশ্বাসকে দেখা গিয়েছিল একই পরিচালকের একটি ছবিতে।
যদিও কোরিওগ্রাফার মাহফুজ কাদরী ছবিটিকে কেবল একটি ইভেন্টের ছবি বলে দাবি করেছেন, তবু একাধিক সূত্র বলছে আদর আজাদ ও অপু বিশ্বাস একাধিক ছবিতে জুটিবদ্ধ হচ্ছেন। এ ব্যাপারে অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হলে তিনি এরকম কিছু স্বীকার করেননি। কিন্তু বিস্তারিত জানানোর পর অপু বলেন, ‘সময় হলেই সব জানতে পারবেন।’ তবে নতুন ছবির বিষয়ে অপু জানান, ‘তিনি ফেরার সব প্রস্তুতি নিয়ে রেখেছেন। শিগগির একাধিক চমক নিয়ে হাজির হবেন।’ একইভাবে মুখে কুলুপ এঁটেছেন আদর আজাদ। বললেন, ‘বেশ কয়েকটি নতুন ছবির আলাপ চূড়ান্ত। তবে প্রোডাকশন হাউস আর পরিচালকরাই আসলে বিস্তারিত জানাবেন।’ আদর-অপুর জুটির বিষয়ে দুজনের কেউ ঠিক স্বীকার না করলেও পুরোপুরি অস্বীকার করেননি কেউই। বন্ধন বিশ্বাস পরিচালিত ‘লাল শাড়ি’ ছিল অপু বিশ্বাসের সর্বশেষ ছবি। বিপরীতে ছিলেন সায়মন। অন্যদিকে আদর আজাদের মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘টগর’ এর নায়িকা ছিলেন পূজা চেরি। ঢাকাই সিনেমার নতুন জুটি হিসেবে আদর আজাদ আর অপু বিশ্বাস কেমন করেন এখন দেখার বিষয় সেটাই।