সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘আমরা সূর্যমুখী’র ৫০ বছরপূর্তি হবে আসছে ২৯ নভেম্বর। এ উপলক্ষে জলের গানের সংগীতায়োজন করা হয়েছে। ওই দিন সন্ধ্যা সাড়ে ৫টায় নিউ বেইলী রোড মহিলা সমিতি মিলনায়তনে এ উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগীত ব্যক্তিত্ব সৈয়দ আবদুল হাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী শাহীন সামাদ ও একুশে পদকপ্রাপ্ত আরেক সংগীতশিল্পী ফাতেমা-তুজ জোহরা। সূচনা বক্তব্য রাখবেন সংগঠনের নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম সেলিম। উল্লেখ্য, ১৯৭৫ সালে আমরা সূর্যমুখী নামে এই সামাজিক সাংস্কৃতিক সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। দীর্ঘ ৫০ বছর ধরে তারা নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে অবদান রাখছে ও সাংস্কৃতিক বোদ্ধাদের প্রশংসা কুড়িয়ে আসছে।