প্রখ্যাত চলচ্চিত্রকার ও নাট্যব্যক্তিত্ব প্রয়াত আমজাদ হোসেনের জনপ্রিয় টিভি নাটক ‘জব্বর আলী’তে তিনি আজিজ নামেই অভিনয় করেছিলেন, অবৈধভাবে নিত্যপণ্য গুদামজাত করা ব্যবসায়ী আমজাদ হোসেনের কুপরামর্শ দাতা চরিত্রে এই নাটকে তিনি দারুণভাবে উতরে যান। এ নাটকে তার মুখে একটি সংলাপ ‘বইল্লেতো বইলবেন বইলছে’ আজও দর্শকদের আজিজের বলিষ্ঠ অভিনয়ের কথা স্মরণ করিয়ে দেয়। ছয় দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন আবদুল আজিজ। অভিনয় করেছেন শতাধিক সিনেমা, কয়েক হাজার টিভি নাটক এবং অসংখ্য বেতার নাটকে। শুরুটা হয় রাজশাহীতে স্কুলজীবনে। অভিনয়ের পাশাপাশি বেতারে দীর্ঘকাল চাকরি করেছেন তিনি। এখন অনেকটা অবসর সময় কাটছে এই খ্যাতিমান অভিনেতার। তিনি বলেন, এখন আমার চাওয়ার কিছু নেই। কিছুই চাই না। স্ত্রী-সন্তান নিয়ে আছি, ভালো আছি। আমি খুব সাধারণ জীবনযাপন করি। তিন চাকার গাড়িতে (রিকশায়) চড়ে বেড়াই। আমি এটাকেই বলি বিএমডব্লিউ। তিনি বলেন, আমার সঙ্গে অভিনয় শুরু করা অনেকেই এখন আর পৃথিবীতে নেই। তাদের মধ্যে অভিনেতা শওকত আকবর, গোলাম মুস্তাফা ভাই ছিলেন, বেঁচে নেই, বিখ্যাত অভিনেতা ছিলেন। কবরী নেই। শাবানা, ববিতা আছেন। তাদের সঙ্গে কাজ করেছি। কমেডিয়ান দিলদার ও টেলি সামাদ নেই। কতশত স্মৃতি তাদের সঙ্গে। আমজাদ হোসেন ছিলেন সেরা একজন লেখক। লেখক, শিক্ষক, পরিচালক, অভিনেতা- বহু গুণ ছিল তার। তার পরিচালিত ‘জব্বর আলী’ খুব আলোচিত নাটক ছিল। ওই নাটকে আমাকে দিয়ে অভিনয় করান। আমি বেশ জনপ্রিয়তা পাই। তাকে মনে পড়ে। তার মৃত্যু মেনে নিতে কষ্ট হয়। বড় বড় শিল্পী, পরিচালকের সঙ্গে কাজ করতে পেরেছি- এটাও জীবনের বড় ঘটনা। রাজ্জাক ভাই, আনোয়ার হোসেন- কতজনের নাম বলব। তাদের সঙ্গেও অভিনয় করেছি। সবার কথা মনে পড়ে। তারা চলে গেছেন, আমাকেও এক দিন যেতে হবে। খ্যাতিমান অভিনেতা আবদুল আজিজ বলেন, আমি এখনো বেতার নাটকে অভিনয় করি। বেতারে আমার নাটকের সংখ্যা ২ হাজার তো হবেই। বেতারে ৩৩ বছর চাকরি করেছি। অভিনয় জীবনের অনেক স্মরণীয় ঘটনার মধ্যে একটি হলো, বিটিভিতে অনেক দিন আগে আতিকুল হক চৌধুরীর ‘কাবুলিওয়ালা’ নাটক করেছিলাম। আমাকে রাম দয়ালের চরিত্র দেওয়া হলো। রিহার্সেল শুরু করি আমরা। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন গেল। কাবুলিওয়ালা চরিত্রে যিনি অভিনয় করবেন, তাকে তো দেখতে পাই না। পরে এক দিন আতিকুল হক চৌধুরী আমাকে বললেন, ‘আজিজ সাহেব, কাবুলিওয়ালা চরিত্রটি আপনি করবেন?’ আমি অবাক হয়ে বললাম, আমি? তিনি বললেন, ‘হ্যাঁ আপনিই করবেন।’ তিনি আমার হাত চেপে ধরলেন। এরপর ক্যামেরার সামনে যাই। তারপর প্রচার হলো এবং মানুষের মুখে মুখে প্রশংসা শুনতে পেলাম। এ ঘটনা এখনো মনে পড়ে। নস্টালজিয়ায় আক্রান্ত হই।
শিরোনাম
- গণভোটের বিষয়ে ইসির প্রজ্ঞাপন
- ৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
- মগবাজার, মৌচাক ও মোহাম্মদপুরে ককটেল বিস্ফোরণ
- মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, কেন্দ্রের গেট বন্ধ হবে সাড়ে ৯টায়
- খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
- আমরা এখনো সিরিয়াস না হলে দেশের অস্তিত্ব হুমকির সম্মুখীন হবে: তারেক রহমান
- যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে বিএনপির বৈঠক পেছাল
- মাদকের টাকার জন্য নিজের ঘরে আগুন দিল যুবক
- তানজানিয়ায় নির্বাচনী সহিংসতা, দুই হাজারের বেশি নিহত
- লালবাগে ছুরিকাঘাতে যুবক খুন
- এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম
- মাদারীপুরে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
- জবিতে তিন দফা দাবিতে ভিসি ভবন ঘেরাওয়ের হুশিয়ারি
- তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়েছে খেলাফত মজলিস
- সিরিয়ার সঙ্গে যুদ্ধ অনিবার্য: ইসরায়েলি মন্ত্রী
- ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ড মানবতাবিরোধী অপরাধ করেছে: জাতিসংঘ
- জাতি একটি ভালো নির্বাচনের অপেক্ষায় আছে: দুলু
- রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যয় বিল পাস যুক্তরাষ্ট্রের
- মাইজভাণ্ডারী যুব ফোরামের উদ্যোগে ‘ক্যারিয়ার গাইডেন্স’ সেমিনার
- লালমনিরহাটে জন্মান্ধ হাফেজার পাশে বিএনপি নেতা দুলু