বিএনপির সাবেক দপ্তর সম্পাদক শার্শা আসনের বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি বলেছেন, এদেশের মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার জামায়াত ইসলামের নেই। এদেশ গঠনে যাদের কোনো অবদান নেই তারা কোন লজ্জায় মানুষের কাছে ভোট চায়। একাত্তরে মানুষ হত্যা করে, মা বোনদের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকার বাংলাদেশ আবারও জামায়াত খামচে ধরেছে। তারা জনগণকে বোকা বানিয়ে আবারও সুযোগ চাচ্ছে দেশ গড়ার।
এসব প্রতারক মোনাফেকদের থেকে দূরে থাকার আহবান জানিয়ে তিনি বলেন, মোনাফেকরা ১৯৮৬ সালে বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করে রাতে আঁধারে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল। এরা ক্ষমতায় যাবার জন্য সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি শুরু করেছে। তিনি বলেন, অসুস্থ বেগম জিয়া যখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন সেই মুহূর্তে একটি দল এদেশে ধর্মের দোহাই দিয়ে নীরিহ মুসলমানদেরকে ধোকা দিচ্ছে। মুখে ইসলামের কথা বলে কৃষ্ণ নন্দীদেরকে দলে পুনর্বাসনের অপচেষ্টা করছে। সাধারণ মানুষকে বোকা বানিয়ে ধোঁকা দিচ্ছে।
সোমবার বেগম জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সভায় আরও বক্তব্য রাখেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সহ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ, সহ সভাপতি নাসিমুল গনি বল্টু, উপজেলা বিএনপির সহ সভাপতি মোনায়েম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহমদ, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, উপজেলা বিএনপির আইন সম্পাদক মসিয়ার রহমান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ইমদা, বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, যুগ্ম আহবায়ক রায়হানুজ্জামান দীপু, যুবদলের যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম রিপন, দলের যুগ্ম আহবায়ক ওমর আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল