বগুড়া-৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় বগুড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের সূত্রাপুর, খান্দার ও পাসপোর্ট এলাকায় এ গণসংযোগ করা হয়।
এসময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম তারেক রহমানের পক্ষে ধানের শীষের ভোট চেয়ে পথসভায় বক্তব্য রাখেন।
ভিপি সাইফুল ইসলাম বলেন, বগুড়া সদর আসনে ভোটাররা তারেক রহমানকে ধানের শীষে ভোট দিয়ে ইতিহাস গড়বেন। আপনাদের ভোটে তিনি নির্বাচিত হবেন।
পথসভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, মাহবুব হাসান লেমন ও মাহবুবর রহমান বকুল প্রমুখ।
বিডি-প্রতিদিন/তানিয়া