গাজীপুরের শ্রীপুরে পোল্ট্রি অ্যান্ড ডেইরি দোকান মালিক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর উপজেলা প্রাণীসম্পদ অফিসের সভাকক্ষে এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সর্ব সম্মতিক্রমে মেসার্স সেবা পোল্ট্রি অ্যান্ড ডেইরি মেডিসিনের মালিক ডা. এমরানুল হক মণ্ডল স্বপনকে সভাপতি ও মেসার্স সাকিব ফার্মেসি অ্যান্ড ডেইরি মেডিসিনের মালিক নাসির উদ্দীন মৃধাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি মেসার্স তানিশা পোল্ট্রি মেডিসিন কর্নারের মালিক মো. আবু তালেব, সহ সভাপতি মেসার্স সোহান পোল্ট্রি মেডিসিন কর্নারের মালিক আহসান ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক মো. জাকির হোসেনসহ মোট ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
শ্রীপুর পোল্ট্রি অ্যান্ড ডেইরি দোকান মালিক সমিতির আহ্বায়ক ডা. এমরানুল হক মণ্ডলের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. নাসির উদ্দীন মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. গোলাম মোরশেদ মুরাদ, রেশা পোল্ট্রি মেডিসিনের মালিক মো. শাহাবুদ্দিন, শ্রীপুরে এগ্রোভেট রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. মুকুল মিয়াসহ উপজেলার বিভিন্ন অঞ্চলের পোল্ট্রি অ্যান্ড ডেইরি মেডিসিন ব্যবসায়ীরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন