ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পৃথক অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রায় এক কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে। এ সময় মাদকদ্রব্যও উদ্ধার করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে ইসলামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভারতীয় চকলেট ২ গাহার ৬০ পিস, থ্রি পিস ২৭ পিস, ওড়না ৭৪ পিস, চশমা ৮ হাজার ২৪৬ পিস, পাঞ্জাবি ৩৯০ পিস জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৯২ লাখ টাকা।
এ ছাড়া বুধবার রাত পৌণে ১১টার দিকে আমতলী এলাকা থেকে ২৮টি মোবাইল ফোন ডিসপ্লে জব্দ করা হয়, যার মূল্য ১০ লাখ টাকা। একই রাতে নোয়াবাদী এলাকায় অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজা এবং ২৯ বোতল মদও জব্দ করা হয়।
বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জব্বার আহমেদ জানান, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে সক্রিয় অভিযান চালাচ্ছে। সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতার ধারাবাহিকতায় এ ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/আশফাক