চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাখেরআলী সীমান্তের ৮ কিলোমিটার দূরে ভারতীয় অংশে ভাগীরথি নদীতে ব্যক্তির মরদেহ পাওয়ার কথা স্বীকার করেছে বিএসএফ।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার জোহরপুর টেক সীমান্তের মূল্যরেখায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকে এ কথা স্বীকার করে তারা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন, ৫৩বিজিবির অধিনায় লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় সদর উপজেলার বাখেরআলী গ্রামের ইব্রাহিম আলী বিজিবি ক্যাম্পে গিয়ে জানান, তার ছেলে তসিকুর ইসলাম ভারতে গিয়ে নিহত হয়েছেন এবং তার মরদেহ ভারতের ভাগীরথি নদী থেকে উদ্ধার করেছে সে দেশের পুলিশ।
বিষয়টি জানার পর বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে জোহরপুর টেক সীমান্তের শূণ্যরেখায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ ভারতের ভাগীরথী নদীতে একটি মরদেহ পাওয়ার কথা স্বীকার করেছে এবং সেটি থানা পুলিশের হেফাজতে মর্গে রাখা রয়েছে। এসময় ওই মরদেহটি বাংলাদেশি যুবকের দাবি করে ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র বিএসএফকে দেয়া হয়েছে।
বিজিবি অধিনায়ক আরও জানান, বিষয়টি তারা যাচাই-বাছাই করে দেখছে। তবে উদ্ধার হওয়া মরদেহটি যদি বাংলাদেশি যুবকের হয়, তাহলে আইনী প্রক্রিয়া অনুস্মরণ করে তা হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিএসএফ।
এদিকে স্থানীয়রা জানান, ৩দিন আগে কয়েকজন সহযোগির সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান তসিকুর ইসলাম। তারপর থেকেই নিখোঁজ রয়েছে সে। এদিকে তার পিতার দাবি বুধবার দুপুরে ভাগীরথি নদী থেকে তসিকুরের মরদেহ উদ্ধার করে ভারতীয় পুলিশ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন