বগুড়ার গাবতলীতে বেদে পল্লীতে ছুরিকাঘাতে শাকিল হোসেন (২৫) নামের এক বেদে খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।
বৃহস্পতিবার (১১ডিসেম্বর) সকালে উপজেলার নারুয়ামালা ইউনিয়নের ইছামতি নদীর তীর এলাকায় খুনের ঘটনা ঘটে। নিহত শাকিল হোসেন ঢাকা সাভারের বিপ্লবের ছেলে।
জানা যায়, গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের ইছামতি নদীর তীরে দীর্ঘদিন থেকে বেদে পল্লীতে বসবাস করে আসছিল শাকিল হোসেন। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৩টার দিকে স্থানীয় যুবক রাশেদুল ইসলামকে চোর সন্দেহে আটক করে বেদেরা। পরে বৃহস্পতিবার সকালে রাশেদুল এর আত্মীয়স্বজনরা বেদেপল্লীতে গিয়ে রাশেদুলকে ছিনিয়ে আনতে গেলে বেদেদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। একপর্যায়ে শাকিলকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়। এতে আরও দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শাকিলের মৃত্যু হয়। আহত দুইজন হাসপাতলে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত শাকিলের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাশেদুলের দুই আত্মীয়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন