রংপুর বিভাগীয় ইজতেমার মাঠে বয়স ও ঠান্ডাজনিত সমস্যায় এখন পর্যন্ত দুই মুসল্লির মৃত্যু হয়েছে। স্বাভাবিক মৃত্যু বলে নিশ্চিত করেছেন পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার মাঠের ৬ নং হালকার জিম্মাদার ইঞ্জিনিয়া আবুল হোসেন।
মুসল্লিরা হলেন, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা সাঈদুর রহমান ও টাঙ্গাইল জেলার তারা মিয়া।
টাঙ্গাইল জেলার মুসুল্লি তারা মিয়া ৪০ দিনের চিল্লায় রংপুর এসে ইজতেমায় অংশ নিয়েছিলেন।
ইজতেমার মাঠের ৬ নম্বর হালকার জিম্মাদার ইঞ্জিনিয়ার আবুল হোসেন বলেন, ‘দুপুরে ইজতেমা ময়দানেই জানাযা শেষে তারা মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’
আয়োজক কমিটির তথ্যমতে,এবারের বিভাগীয় ইজতেমায় রংপুর বিভাগের আট জেলা থেকে তাবলিগের সাথিরা অংশ নিয়েছেন। সেই সাথে দেশের বিভিন্ন জেলার ৪০ দিনের চিল্লায় অংশ নেওয়া সাথীরাও অংশ নিয়েছেন ইজতেমায়।
আয়োজক কমিটির সদস্য খালেকুজ্জামান রাজা জানান, বিভাগীয় ইজতেমা মাঠকে আলোকিত রাখতে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি শতাধিক জেনারেটর প্রস্তুত রাখা হয়েছে। মুসল্লিদের ওজু ও গোসলের জন্য পর্যাপ্ত পানি ও ট্যাপের ব্যবস্থা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক