কুষ্টিয়ার কুমারখালীতে উফশী ও হাইব্রিড বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় এ বিতরণ অনুষ্ঠান আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন, কুমারখালী কাঙ্গাল হরিনাথ প্রেসক্লাবের সভাপতি কে এম আর শাহিন প্রমুখ।
কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্র জানায়, ২০২৫–২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ৪২০ জন উফশী প্রান্তিক কৃষককে ৫ কেজি করে বীজ ও ২০ কেজি করে সার এবং ৩০০ জন হাইব্রিড কৃষককে ২ কেজি করে বীজ ও ১০ কেজি করে সার দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার বলেন, বোরো ধানের উৎপাদন বৃদ্ধি, আধুনিক চাষাবাদে উদ্বুদ্ধকরণ এবং প্রান্তিক কৃষকের উৎপাদন খরচ কমানোর লক্ষ্যে এই প্রণোদনা দেওয়া হয়েছে। কৃষকরা যাতে সঠিকভাবে উপকরণ ব্যবহার করেন, এজন্য তদারকি করা হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ