নোয়াখালীতে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৩ ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত কাজ বন্ধ রেখে ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনে অবস্থান নেয় তারা। এতে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও স্বজনরা দুর্ভোগে পড়েন।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘ ৩০ বছর পর্যন্ত তারা ১০ম গ্রেডের দাবিতে শান্তিপূর্ণভাবে সারাদেশে আন্দোলন করে আসছেন। কিন্তু সরকার তাদের নায্য দাবি এখনও মেনে নিচ্ছে না।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন আলী জুয়েল, ইউসুফ আলী নিশান, মাসুদ রানা, সুলতানা রাজিয়া, মোসলেউদ্দিন, আব্দুল হান্নান, মামুন ও শরীফসহ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সদস্যরা।
বিডি-প্রতিদিন/তানিয়া