এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) কুমিল্লা জেলা শাখার উদ্যোগে মানবাধিকার দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে কুমিল্লা নগরীর প্রত্যয় উন্নয়ন সংস্থার পুরাতন চৌধুরীপাড়াস্থ প্রধান কার্যালয়ের সামনে র্যালি, মানববন্ধন এবং মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, প্রতিবছর মানবাধিকার দিবস পালনের লক্ষ্য হলো- মানুষকে দায়িত্ব ও জবাবদিহির বিষয়ে সচেতন করা, রাষ্ট্র ও সমাজের জবাবদিহিতা নিশ্চিত করা এবং ন্যায়বিচার, সাম্য ও মানবিকতাকে সর্বজনস্বীকৃত মূল্যবোধ হিসেবে প্রতিষ্ঠা করা।
মানবাধিকার দিবস ২০২৫ এর প্রতিপাদ্য ছিল- “বৈষম্যহীন সমাজ বিনির্মাণের মাধ্যমে নিশ্চিত হোক সকলের মানবাধিকার।”
স্বাগত বক্তব্য দেন প্রত্যয় উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও এডাব কুমিল্লার সভাপতি মাহমুদা আক্তার। বক্তব্য রাখেন পেইজ ডেভেলপমেন্ট সেন্টারের নির্বাহী পরিচালক মো. ইউনুস, মাক্সের নির্বাহী পরিচালক কে. এম. শামীম উদ্দিন, দিয়ার নির্বাহী পরিচালক মো. আবুল কাশেম, মহিলা বিষয়ক অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক সেলিনা আক্তার, এনসিসি ব্যাংক হাইওয়ে শাখার ম্যানেজার মো. রহমত উল্লাহ রতন, পিপলস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. এমদাদুল হক।
উপস্থিত ছিলেন সৃষ্টি সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সালমা আক্তার, মহিলা হস্তশিল্প নির্বাহী পরিচালক তানজিনা ইয়াসমিন তন্নি। কী-নোট পেপার উপস্থাপন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সমাজকর্ম বিভাগের মাস্টার্স ফিল্ড ওয়ার্ক ব্যাচের টিম লিডার সাকির এবং কুমিল্লা সরকারি মহিলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স ফিল্ড ওয়ার্ক ব্যাচের টিম লিডার আরিবা।
সভায় সভাপতিত্ব করেন মা ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দিলনাশী মোহসেন। সঞ্চালনায় ছিলেন প্রত্যয় উন্নয়ন সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. আনিসুর রহমান চৌধুরী।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ