বরিশালের মেহেন্দিগঞ্জের তেতুলিয়া নদীতে মালবাহী নৌযান (বাল্কহেড) এ চাঁদাবাজি করতে গিয়ে ৫ জনকে আটক করেছে নৌ পুলিশ। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের মেহেন্দিগঞ্জের কালিগঞ্জ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক এনামুল হক।
আটককৃতরা হলেন- স্থানীয় বাসিন্দা ও চাঁদাবাজির সঙ্গে সরাসরি সম্পৃক্ত জাকির হোসেন, রাসেল, আলামিন, হোসেন ও নীরব।
নৌ-পুলিশের পরিদর্শক এনামুল হক জানান, বুধবার বেলা সোয়া দুইটার দিকে মেহেন্দিগঞ্জ উপজেলাধীন তেতুলিয়া নদীতে একটি বাল্কহেডে চাঁদাবাজি করার সময় ওই ৫ জনকে আটক করা হয়।
পরে তাদের মেহেন্দিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় বিকেলে বাল্কহেডের লস্কর মো. হৃদয় বাদী করে মেহেন্দিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
এনামুল হক আরও জানান, আটককৃতরা বেশ কিছুদিন ধরে তেতুলিয়া নদীতে পণ্যবাহী নৌযানে চাঁদাবাজি করে আসছিলো। বিষয়টি টের পেয়ে অভিযান চালিয়ে নৌ-পুলিশ তাদের আটক করে।
বিডি-প্রতিদিন/তানিয়া