বরিশালে কীর্তনখোলা নদীর চরকাউয়া খেয়াঘাট ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন হয়েছে।
বুধবার নগরের প্রান্তে চরকাউয়া খেয়াঘাট এলাকায় গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা শাখা এ মানববন্ধনের আয়োজন করে। সংগঠনের জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশীদ নীলুর সভাপতিত্বে এতে বক্তব্য দেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বরিশাল জেলা সাধারণ সম্পাদক রাইদুল ইসলাম সাকিবসহ নেতারা ও নিয়মিত খেয়া পারাপারকারীরা।
খেয়া পারাপারকারীরা বলেন, নিত্যপ্রয়োজনীয় সবকিছুর মতো খেয়া ভাড়াও ইতিমধ্যে বেড়েছে। এর মধ্যেই ঘাট ইজারা দিলে ভাড়া আরও বেড়ে যাবে, যাত্রীদের ওপর বাড়বে বাড়তি চাপ।
তাদের অভিযোগ, অতীতে খেয়াঘাট ইজারা হলে যাত্রীদের কাছ থেকে ব্যাগ–মালামালের জন্যও অতিরিক্ত টাকা আদায় করা হতো, যা কার্যত চাঁদাবাজিতে রূপ নেয়।
আয়োজকেরা বলেন, চরকাউয়া খেয়াঘাট বহুদিন ধরে মাঝি, মাল্লা ও যাত্রীদের সমন্বয়ে স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। হঠাৎ করে এটি ইজারা দিলে জনভোগান্তি বাড়বে। প্রতিদিন যাতায়াতকারী সাধারণ মানুষই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। যাত্রীদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করা হলে সেটির প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
বিডি-প্রতিদিন/সুজন