বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মুন্সীগঞ্জের গজারিয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ইমামপুর ইউনিয়নের রসুলপুর খেয়াঘাট সংলগ্ন বিএনপি কার্যালয়ের সামনে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আলহাজ মুহাম্মদ মজিবুর রহমান। প্রধান বক্তা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ইদ্রিস মিয়াজী ভিপি মহন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. বোরহান উদ্দিন ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদস্য সচিব আব্দুর রহমান শফিক, সাবেক কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আমিনুল ইসলাম জসীম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মুকবুল আহমেদ রতন, সাবেক সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম (রনি মাস্টার), উপজেলা যুবদলের আহ্বায়ক জিএস ওয়াহিদুজ্জামান, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব মহিবুল আলম রিফাত, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নাদিম মাহমুদ অপুসহ বিপুলসংখ্যক নেতাকর্মী। অনুষ্ঠান শেষে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/এএম