আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় নারী কৃষকরা মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। এই কর্মসূচি ‘কৃষিনীতি বাস্তবায়ন, কৃষিতে নারীর অধিকার ও বাস্তবতা এবং নারী কৃষকদের দাবি’ শিরোনামে অনুষ্ঠিত হয়।
বুধবার বেলা ১১টায় নারী কৃষকদল চম্পাপুর ও ডালবুগঞ্জ ইউনিয়নের আয়োজনে এবং আভাস ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন তারা।
সংবাদ সম্মেলনে ‘নারী কৃষকের অধিকার ও মানবাধিকার’ শিরোনামে লিখিত বক্তব্য পাঠ করেন নারী কৃষক চন্দ্রিকা রায় তমা ও মাসুমা। এ ছাড়া সাংবাদিক মেজবাহউদ্দিন মাননু ও মিলন কর্মকার রাজু আলোচনায় অংশগ্রহণ করেন।
উপস্থিত ছিলেন আভাস সিএএসআর প্রজেক্টের কর্মকর্তা রুবি আক্তার, প্রকল্প সমন্বয়কারী তরিকুল ইসলাম, স্পন্সর কর্মকর্তা শরীফ মো. কবির এবং আনোয়ার হোসেন।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে নারী কৃষকরা সরকারের প্রতি নিম্নলিখিত দাবি জানান-
কৃষি কাজে নারীদের স্বীকৃতি দেওয়া,
গ্রামীণ এলাকায় নারীদের জন্য যোগাযোগ ব্যবস্থা ও হাট-বাজার ব্যবস্থার উন্নয়ন,
সরকারি কৃষি মূল্য নির্ধারণ,
সরাসরি কৃষকদের কাছ থেকে কৃষি পণ্য ক্রয়,
নারী কৃষকদের প্রশিক্ষণ প্রদান,
নারী কৃষকদের সরকারি কৃষক তালিকাভুক্তি ও সকল প্রণোদনা প্রদান।
বিডি-প্রতিদিন/মাইনুল