দলিত জনগোষ্ঠীর সাংবিধানিক স্বীকৃতি ও জাতীয় সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিতসহ ৮ দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত নোয়াখালী প্রেস ক্লাব সড়কে এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন নোয়াখালী জেলা শাখা মানববন্ধনের আয়োজন করে। কর্মসূচিতে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি মিঠু কুমার দাস, সাধারণ সম্পাদক সুনীল রবিদাস, হারাধন দাস, গীতা রানী দাস, রিতা রানী দাস, অফুরানি সরকার, আকাশ চন্দ্র দাস ও সুদেব চন্দ্র শীল।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দলিত সম্প্রদায় দেশে নানা বৈষম্য, বঞ্চনা ও সামাজিক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে জীবন-যাপন করছে। সাংবিধানিক স্বীকৃতি, কর্মসংস্থান, নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বিশেষ সুবিধাসহ আট দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।
মানববন্ধনে দলিত সম্প্রদায়ের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
বিডি প্রতিদিন/হিমেল