ইটভাটার কালো ধোঁয়া থেকে উৎপন্ন মিথেন, কার্বন ডাই-অক্সাইড ও নাইট্রাস অক্সাইড পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব দূষণ কমাতে প্রথমবারের মতো ঠাকুরগাঁওয়ে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে পরিবেশবান্ধব কার্বন পিউরিফিকেশন প্লান্ট (সিপিটি)।
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বকেশের হাট এলাকায় এম.এ ব্রিক্স-৩ ইটভাটায় এই আধুনিক প্রযুক্তি স্থাপন করেছেন ইটভাটার মালিক আরিফুল ইসলাম জুয়েল। পরিবেশের স্বার্থে এমন উদ্যোগ নিয়ে ইতোমধ্যে সুফল পাচ্ছেন তিনি।
মঙ্গলবার ইটভাটাটি পরিদর্শনে গিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের বিশেষজ্ঞ ডা. মুরাদ আহম্মেদ ফারুক বলেন, বায়ুমণ্ডলের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি ইটভাটায় কার্বন পিউরিফিকেশন প্লান্ট ব্যবহার করা জরুরি। এতে পরিবেশ সুস্থ থাকে এবং দূষণ উল্লেখযোগ্যভাবে কমে।
ভাটার মালিক জুয়েল জানান, তাদের আধুনিক চিমনি ৮টি চেম্বারে কাজ করে। আন্ডারগ্রাউন্ড ওয়াটার স্প্রে চ্যানেলের মাধ্যমে ধোঁয়ার কার্বন মিশ্রিত কালো দূষিত পানি পরিশোধন করা হয়। ফলে চিমনি থেকে কালো ধোঁয়ার বদলে সাদা বাষ্প নির্গত হচ্ছে। এতে পরিবেশ দূষণ কমছে এবং এলাকাবাসীর জন্য তৈরি হচ্ছে পরিচ্ছন্ন পরিবেশ।
বিডি-প্রতিদিন/তানিয়া