বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের প্রতীক ও গণমানুষের মা হিসেবে উল্লেখ করেছেন বিএনপির নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গত মঙ্গলবার বিকেলে স্থানীয় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ ময়দানে আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। মাহফিলের সভাপতিত্বও করেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, ‘খালেদা জিয়া আমাদের দলের নেত্রী নয়, এদেশের গণতন্ত্রের প্রতীক। সারা বাংলাদেশের গ্রামে-গঞ্জের মসজিদ-মাদরাসায়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ওনার জন্য প্রার্থণা হচ্ছে। এতে বুঝা যায় ওনি সারাদেশের গণ মানুষের মা।’
তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমান শহীদ হওয়ার পর দলে শূণ্যতা সৃষ্টি হয়। তারপরও দলের ও দেশের স্বার্থে দলের দায়িত্ব নেন। ৮০’র দশকে ওনার আপোষহীন নেতৃত্বে গণমানুষের দল হিসেবে পরিচিত পায় বিএনপি। দেশনেত্রী খালেদা জিয়া ২০১৭ তে লন্ডনে যান চিকিৎসার জন্য। জানতেন ফিরে এলে সাজা হবে। এরপরও দেশ ও দলের কথা চিন্তা করে দেশে আসেন।’
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জহিরুল হক খোকন, সহ সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম, এডভোকেট গোলাম সারোয়ার খোকন, এবিএম মোমিনুল হক, এডভোকেট আনিছুর রহমান মঞ্জু, জসীম উদ্দিন রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস, পৌর বিএনপির সভাপতি নজীর উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট তারিকুল ইসলাম খান রুম, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, কৃষক দলের আহবায়ক ভিপি আবু শামীম মো. আরিফসহ আরও অনেকে।
দোয়া পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার প্রিন্সিপাল মুফতি মুবারকুল্লাহ। দোয়া মাহফিলে এছাড়া জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আশফাক