গাজীপুরে স্ত্রীকে উত্ত্যক্ত করায় বন্ধু মনির মোল্লাকে হত্যা করেছেন বলে জবানবন্দি দিয়েছেন বেদন মৃধা। মঙ্গলবার আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন তিনি। বেদন মৃধা (৫৫) গাজীপুরের জয়দেবপুর থানার টেকপাড়া গ্রামের সমির উদ্দীন মৃধার ছেলে।
গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন জানান, নিহত মনির মোল্লা (৫৫) কালীগঞ্জ থানার পাড়াবর্তা গ্রামের আবুল হাসেম মোল্লার ছেলে। তিনি বেদন মৃধার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। গত রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে পূর্বাচলের ২৪ নম্বর সেক্টরে একটি নির্জন মাঠে তার দুই পা বিচ্ছিন্ন মরদেহ পাওয়া যায়।
তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী জোসনা বেগম অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। গত সোমবার তথ্য প্রযুক্তি ব্যবহার করে বেদন মৃধাকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রীকে উত্ত্যক্ত করায় বন্ধুকে হত্যার কথা স্বীকার করেছেন। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/এমই