বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরের কালিয়াকৈরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এ আয়োজন করেন গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. মজিবুর রহমান।
পরে সংক্ষিপ্ত সমাবেশ করে নির্বাচনি গণসংযোগের জন্য একটি র্যালি বের করা হয়। র্যালিটি কালিয়াকৈর বাজার হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে কালিয়াকৈর উপজেলা চত্বর এলাকায় এসে শেষ হয়।
এ আয়োজনে মো. মজিবুর রহমান, কোনাবাড়ি থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, সম্পাদক মো. বাবুল হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, যুগ্ম সম্পাদক সাইজউদ্দিন আহমেদসহ কোনাবাড়ী ও কালিয়াকৈর বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/এমই