পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলিপুর মৎস্য বন্দরের ব্যবসায়ীদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকালে বিএফডিসি মার্কেটের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকার্তা কাউছার হামিদ। এতে সভাপতিত্ব করেন আলীপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. আবু হানিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন মুসুল্লী সুলতান, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহব্বত খান, লতাচাপলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিজানুর রহমান হাওলাদার প্রমুখ।
এ সময় মৎস্য ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
বিডি-প্রতিদিন/জামশেদ