বরিশালের বাকেরগঞ্জে ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছেন ভোটাররা। মঙ্গলবার বেলা ১১টার দিকে রবিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রায় দুই শতাধিক ভোটার এ মানববন্ধনে অংশ নেয়।
পরে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছেন তারা। অনুলিপি প্রধান নির্বাচন কমিশনার, জেলা নির্বাচন কর্মকর্তা, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাচন কর্মকর্তাকেও দেওয়া হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রবিপুর এলাকার প্রায় ২৫০০ ভোটারের জন্য নিকটবর্তী ভোটকেন্দ্র ছিল রবিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রে আধুনিক দুইটি ভবনে ১০টি রুম রয়েছে।
কিন্তু কেন্দ্রটি বাতিল করে দেড় কিলোমিটার দূরের মেউর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র করা হয়েছে। যেখানে মাত্র দুটি রুম রয়েছে। তাছাড়া ওই গ্রামে ভোটারও কম, মাত্র এক হাজার একশ জন। আবার ভোট গ্রহণের জন্য পর্যাপ্ত বুথের ব্যবস্থাও নেই।
তাদের দাবি, দূরের ওই কেন্দ্রে গিয়ে ভোটাররা ভোট দিতে আগ্রহ হারাবেন। সেজন্য পুরোনো ভোটকেন্দ্রটি বহাল রাখা প্রয়োজন।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আমির খসরু গাজী বলেন, 'বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা নিজে পরিদর্শন করে আগের কেন্দ্রটি পরিবর্তন করে নতুন কেন্দ্র অনুমোদন করেছেন। এ বিষয়ে আমার তেমন কিছু করার নেই।'
বিডি-প্রতিদিন/এমই