ইউথ ক্লাইমেট স্মল গ্র্যান্ট অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছে স্বেচ্ছাসেবী যুব সংগঠন ‘সৃজনশীল গাইবান্ধা’। ভলানটিয়ারি সার্ভিস ওভারসিজ (ভিএসও) বাংলাদেশের উদ্যোগে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
সারা দেশ থেকে জমা পড়া অসংখ্য প্রকল্প প্রস্তাব মূল্যায়নের মাধ্যমে আট বিভাগের আটটি প্রকল্পকে এই অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত করা হয়। যেখানে ‘গাইবান্ধা ইকোসাইকেল বন্যা সহনশীল সবুজ অর্থনীতির পথে যুব উদ্ভাবন’ শীর্ষক প্রকল্পটি জায়গা করে নেয়। প্রকল্পটি বাস্তবায়ন করবে সৃজনশীল গাইবান্ধা।
গত ৮ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে জাতীয় স্বেচ্ছাসেবক সম্মেলনে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনের সভাপতি মো. মেহেদী হাসান ও কার্যনির্বাহী সদস্য মোল্লা আরিফা রহমান নদী উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান বলেন, ‘গাইবান্ধা জেলার জলবায়ুঝুঁকিপূর্ণ এলাকায় যুব নেতৃত্বাধীন পরিবেশবান্ধব উদ্ভাবন, সবুজ উদ্যোগ, দুর্যোগ প্রস্তুতি এবং কমিউনিটি-ভিত্তিক অভিযোজনমূলক কার্যক্রম বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ সংগঠনটি এই জাতীয় সম্মান অর্জন করেছে।’
বিডি-প্রতিদিন/এমই