বেগম রোকেয়া দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আহসান হাবিব। জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারজানা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি গাজী জাহিদ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে জেলার পাঁচজন অদম্য নারীকে সম্মাননা প্রদান করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ