ব্রাহ্মণবাড়িয়ায় রেড ক্রিসেন্ট ইউনিটের র্কাযনিবাহী কমিটির পঞ্চম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শারমিন আক্তার জাহান। এ সময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন দে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া উপস্থিত ছিলেন।
এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান শাহীন, সেক্রেটারি মো. মিজানুর রহমান, কার্যকরী কমিটির সদস্য কাজী সান্তানু সায়হাম অর্ণব, সদস্য ময়নুল হোসেন, সদস্য তানভীর রুবেল সদস্য আশরাফুল ইসলাম বাবু, সদস্য শাহ আলম পালোয়ান, সদস্য উম্মে সালমা উপস্থিত ছিলেন।
সভায় ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সদস্যরা নতুন জেলা প্রশাসক ও রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যানের সঙ্গে পরিচিত হন।
বিডি-প্রতিদিন/এমই