পতাকা উত্তোলন, র্যলি ও আলোচনা সভার মধ্য দিয়ে ভোলার দৌলতখানে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা।’
মঙ্গলবার বেলা ১১টার দিকে দৌলতখান প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও উপজেলা সম্মেলন কক্ষে ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ উপজেলা প্রতিনিধি এম এ খায়ের। এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা ভবন চত্বরে জাতীয় পতাকা এবং দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খায়রুল ইসলাম।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওবায়দুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ খায়রুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শাওন মজুমদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি সাংবাদিক শ ম ফারুক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদার, দৌলতখান থানা সাব ইন্সপেক্টর মোঃ জিয়াউল হায়দারসহ আরও অনেকে।
বিডি-প্রতিদিন/আশফাক