মহান বিজয় দিবস উদযাপনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা আয়োজন করা হয়।
সভায় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
এ সময় সিদ্ধান্ত হয়, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা সংবর্ধনা, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে।
সভাপতির বক্তব্যে আসিফ আল জিনাত বলেন, মহান বিজয় দিবস বাঙালির গৌরবময় ইতিহাসের অন্যতম দিন। দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনে সকল স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিডি-প্রতিদিন/এমই