বেগম রোকেয়া দিবসে সিরাজগঞ্জে ৫ অদম্য নারীকে ক্রেস্ট ও সম্মানা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন হলরুমে ‘নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্য নিয়ে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আযোজিত অনুষ্ঠানে এ সম্মনা প্রদান করা হয়।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, সিভিল সার্জন ডা. নুরুল আমিন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরেরউপ-পরিচালক কানিজ ফাতেমা প্রমুখ। বক্তারা নারী শিক্ষা, অধিকার ও ড়নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল