ফরিদপুরের বোয়ালমারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে দিবসটি উদযাপন করা হয়।
মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে বোয়ালমারী উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস, এম রকিবুল হাসান, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ।
আলোচনায় অংশগ্রহণ করেন বোয়ালমারী উপজেলা কৃষি কর্মকর্তা আলভির রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ লিয়াকত হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক আমীর চারু বাবলুর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী পূর্ণেন্দু সাহা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, কাদিরদী কলেজের অধ্যক্ষ ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক নুরুজ্জামান মোল্যা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানস বসু, বোয়ালমারী প্রেসক্লাবের সভাপতি এ্যাড. কোরবান আলী, প্রভাষক নাসরিন সাজ্জাদসহ উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থী, এনজিও কর্মকর্তা,জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘পরিবার থেকে সমাজ থেকে দুর্নীতির বিরুদ্ধে এগিয়ে আসতে হবে, শুধু দপ্তরিক ও আর্থিক প্রতিষ্ঠানে দুর্নীতি হয় না, নীতিনৈতিকতা বিরোধী সকল কর্মকাণ্ডই দুর্নীতি, তাই আসন সকল স্তরের
দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কট করি। আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া । আমরা আর কোন প্রতিষ্ঠানকে দুর্নীতির সুযোগ দিব না।আমরা দুর্নীতিকে না বলি। দুর্নীতি করতে কাউকে উৎসাহিত না করি।’
এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি মানববন্ধন, জাতীয় এবং দুদক পতাকা উত্তোলন ও বেলুন ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিডি-প্রতিদিন/আশফাক